Posts

মোনাজাত সমূহ শিখে রাখুন

Image
মোনাজাতের/দোয়া-১ رَبَّنَآ اٰتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَّفِي الْاٰخِرَةِ حَسَـنَةً وَّقِنَا عَذَابَ النَّارِ রাব্বানা আতিনা ফিদদুনয়া হাসনাতাও অফিল আখিরতি হাসনাতাও অকিনা আ’যাবান নার Rabbanaaa Aatinaa Fiddunyaa HasanataW wa-Fil Aakhirati Hasanataw Wa-Qinaa Azaaban Naar আমাদের প্রভু! আমাদের দুনিয়াতে যা কল্যাণকর এবং পরকালে যা কল্যাণকর তা দান করুন এবং আমাদেরকে আগুনের আযাব থেকে রক্ষা করুন! মোনাজাতের/দোয়া-২ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ العَلِيمُ রব্বানা তাকব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, Robbana taqobbal minna innaka antas Samiul Aliim, আমাদের প্রভু! আমাদের কাছ থেকে (এই সেবা) গ্রহণ করুন: কেননা আপনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ। মোনাজাতের/দোয়া-৩ رَبَّنَا وَاجْعَلْنَا مُسْلِمَيْنِ لَكَ وَمِن ذُرِّيَّتِنَا أُمَّةً مُّسْلِمَةً لَّكَ وَأَرِنَا مَنَاسِكَنَا وَتُبْ عَلَيْنَآ إِنَّكَ أَنتَ التَّوَّابُ الرَّحِيمُ রব্বানা অজ-আলনা মুসলিমাইনি লাকা অমিন যুররিয়য়াতিনা 'উম্মাতাম মুসলিমাতাল লাকা অআরিনা মানাসিকানা অতুব 'আলায়না 'ইন্নাকা' আনতাত-তাওওয়াবুরহীম। Robba

পুরাতন কাপড় দান করা বন্ধ হলো কেনো?

Image
গ্রামে আগে পুরোনো জামা- জুতা, বিভিন্ন পত্র আমরা গরীব মানুষদের দান করতাম। এতে করে ওই মানুষের কিছুটা হলেও উপকার হতো। তারপর এলো ফেসবুকের রিসাইকেল গ্রুপ। ব্যাস খেল খতম। ঘরের ঘটিবাটি থেকে শুরু করে পুরান চপ্পল-বিয়ের শাড়ী সব কেনাবেচা হচ্ছে। এসব দেখে মনে হয় আমরা বেচে আছি শুধু পয়সার জন্য, বাকী কোন কিছুর মূল্য নেই। বিয়ের শাড়িটা একটা আবেগ আর শ্রদ্ধার, এটা আর আমাদের মনে হয়না। আসলে বিয়ের প্রতিই আমাদের শ্রদ্ধা নাই। আমার আম্মার বাবার বাড়ি থেকে দেওয়া অনেক জিনিস পত্র এখনো আমরা খুলে দেখি, আম্মার চোখ তখন খুশিতে ছলছল করতে থাকে৷ যার যার জীবন তার তার, তবুও মনে রাখবেন এগুলো শয়তানী অর্থনীতির চিহ্ন মাত্র। কেয়ামত যত সন্নিকটে আসবে মানুষের কাছে অর্থই সব কিছু মূল হবে। এত অর্থের পরেও আমাদের বরকত হবেনা, অনেক কামাইয়ের পরেও অভাব লেগেই থাকবে। আসুন আমাদের দানের হাত উন্মুক্ত করি, তবেই বরকতের দুয়ার উন্মুক্ত হবে। নাহয় অভাব আমাদের পিছু ছাড়বেনা কখনোই ছাড়বে না। লেখকঃ-নুর ইসলাম সোহেল

Facebook id হ্যাক হওয়া থেকে যেভাবে বাঁচবেন

Image
Facebook ID নিরাপদ রাখার জন্য যা করতে হবে। ১।খারাপ সাইট পরিহার করা ২।অপরিচিত গ্রুপ পরিহার করা ৩।পাসওয়াড় ৮ ওয়াড়ের বেশী ইউজ করা ৪।Id secure রাখার জন্য পরিচিত লোক এড় রাখা,যাতে রিকোবারি করা যায়। ৫।খারাপ গ্রুপ পেজ ইবেন্ট না খোলা। ৬।রাজনৈতিক পোষ্ট না করা। ৭যে সব সাইটে ডুকতে Re login করা লাগে তা পরিহার করা। ৮।Profile এ এনিমেজন ইউজ না করা। ৯।যে Id হ্যাক হয়গেছে সেটা পরিহার করা ১০।খারাপ চবিতে লাইক কমেন্ট পরিহার করা।

দেশ সেরা মাহফিল সফল করল ডুবাই মসজিদ

Image
প্রতিবারের মত এবারো ৩বছর পর ডুবাই জামে মসজিদ দেশ সেরা মাহফিল আয়োজন করল।এতে প্রধান মুফাসির হিসাবে উপস্থিত ছিল মুফতি মাওঃ আমির হামজা।বিশেষ বক্তা হিসাবে উউপস্থিত ছিল শায়েক সিফাত।ইতি মধ্যে ডুবাই মসজিদের প্রতিটি লোকের পরিশ্রমের উপহার হিসাবে দেশেরে সবচেয়ে বড় মাহফিলের খেতাম পেছেয়েন। ডুবাই মসজিদের সম্মানিত সেক্রেটারি তাঁর ভাষণে বলেন,প্রথম মহান আল্লাহর শুকরিয়া আদায় করেন। এ পরিশ্রমের সব কৃত্তিত্ব এলাকার মানুষের ও শান্তিরহাট রংমালার জনগণের। সে সাথে সাথে যাঁরা মাহফিলে দান ও শর্ম দিয়েছেন তাদের প্রতি কৃতঙ্গতা প্রকাশ করেন। জনমত জরিপে দেখা গেছে ডুবাই মসজিদ বাংলাদেশের ২০২৪ সালের বড় মাহফিল হিসাবে ইতিমধ্যে চিহৃত হয়েছে,২লক্ষের অধিক লোক হয়েছে বলে দারনা করা হচ্ছে।যেখানে এরই মধ্যে মাঠের বৃষ্টির পানি উপেক্ষা করে মানুষ দলে দলে যোগদান করে,ডুবাই মসজিদের মাহফিলকে সফল এবং সার্থক করে তুলেছেন।মসজিদ কমিটির ও ডুবাই মসজিদ বাসী আল্লাহর শুকরিয়া আদায় করে Facebook এ পোষ্ট করছেন,সবাইকে ধন্যবাদ জানাচ্ছেন।

কুরআনের সবগুলো দোয়া

Image
আলহামদুলিল্লাহ! কুরআনের প্রায় সমস্ত দোয়াগুলি এক জায়গায় অর্থ সহ লিপিবদ্ধ করে দেয়া হলো। এ দোয়াগুলি নিজে মুখস্থ করুন এবং অপরকে পড়ার ও মুখস্থ করার সুযোগ করে দিন। ✅ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا ۖ إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ، وَتُبْ عَلَيْنَا ۖ إِنَّكَ أَنْتَ التَّوَّابُ الرَّحِيمُ، البقرة ١٢٧ "হে আমাদের প্রভূ! তুমি আমাদের থেকে (সব দোয়া) কবুল করো। নিশ্চয়ই তুমি সবকিছু শুনতে পাও ও সব কিছু জানো। আর তুমি আমাদের তাওবাহ্ কবুল করো। অবশ্যই তুমি একমাত্র তাওবাহ্ কবুলকারী ও দয়াময়"। ✅ رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ, البقرة ٢٠ "হে আমাদের প্রভু! তুমি দুনিয়া ও আখিরাতে আমাদেরকে কল্যাণ দান করো। আর দোজখের আগুন থেকে তুমি আমাদেরকে বাঁচাও"। ✅ رَبَّنَا أَفْرِغْ عَلَيْنَا صَبْرًا وَثَبِّتْ أَقْدَامَنَا وَانْصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِينَ ،البقرة ٢٥ "হে আমাদের রব! আমাদের উপর ধৈর্য ঢেলে দাও, আমাদের পা অটল রাখ এবং কাফের সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদেরকে (জয়যুক্ত করার জন্য) সাহায্য করো"। ✅ رَبَّنَا لَا ت

রাসূল(সঃ)কে অপমানীর শাস্তী কি?

Image
ইসলামে নবী অবমাননার শাস্তিঃ একটি প্রমাণিক পর্যালোচনা- লুৎফুর রহমান ফরায়েজী ভূমিকা একজন মুসলমানের কাছে রাসূল সাঃ নিজের প্রাণের চেয়ে, নিজের সন্তানের চেয়ে, নিজের মা-বাবার চেয়ে এবং তার যাবতীয় সম্পদ থেকে প্রিয়। যদি কোন ব্যক্তির এমন মোহাব্বত না থাকে, তাহলে লোকটি প্রকৃত মুসলমানই নয়। রাসূল সাঃ হাদীসে ইরশাদ করেন-عن أنس قال قال النبي صلى الله عليه و سلم : ( لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعينঅনুবাদ- হযরত আনাস রাঃ বলেন, রাসূল সাঃ ইরশাদ করেছেন, কোন ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত না সে তার পিতা-মাতা, এবং তার সন্তান ও সমস্ত মানুষ থেকে আমাকে বেশি মোহাব্বত করবে। {সহীহ বুখারী, হাদীস নং-১৫, সহীহ মুসলিম, হাদীস নং-১৭৭}নাস্তিক্যতা এক জিনিস, আর ধর্মকে কটাক্ষ্য করা, রাসূলকে গালাগাল দেয়া, অশ্লিলভাবে উপস্থাপন করা ভিন্ন জিনিস। রাসূল সাঃ কে যারা গালি দেয়, অপমানিত করে, অসম্মানজনক কথা বলে বা লিখে, সে মুরতাদ। সে তওবা না করলে হত্যা করা ইসলামের বিধান। এরকম কুলাঙ্গারের এ পৃথিবীতে বেঁচে থাকার কোন অধিকার নেই। আল্লাহ রাব্বুল আলামীনের সৃষ্টির মাঝে যিনি শ্রেষ্

কোরআন নিয়ে ড.মিজানুর রহমান