Posts

Showing posts from February, 2024

মোনাজাত সমূহ শিখে রাখুন

Image
মোনাজাতের/দোয়া-১ رَبَّنَآ اٰتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَّفِي الْاٰخِرَةِ حَسَـنَةً وَّقِنَا عَذَابَ النَّارِ রাব্বানা আতিনা ফিদদুনয়া হাসনাতাও অফিল আখিরতি হাসনাতাও অকিনা আ’যাবান নার Rabbanaaa Aatinaa Fiddunyaa HasanataW wa-Fil Aakhirati Hasanataw Wa-Qinaa Azaaban Naar আমাদের প্রভু! আমাদের দুনিয়াতে যা কল্যাণকর এবং পরকালে যা কল্যাণকর তা দান করুন এবং আমাদেরকে আগুনের আযাব থেকে রক্ষা করুন! মোনাজাতের/দোয়া-২ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ العَلِيمُ রব্বানা তাকব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, Robbana taqobbal minna innaka antas Samiul Aliim, আমাদের প্রভু! আমাদের কাছ থেকে (এই সেবা) গ্রহণ করুন: কেননা আপনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ। মোনাজাতের/দোয়া-৩ رَبَّنَا وَاجْعَلْنَا مُسْلِمَيْنِ لَكَ وَمِن ذُرِّيَّتِنَا أُمَّةً مُّسْلِمَةً لَّكَ وَأَرِنَا مَنَاسِكَنَا وَتُبْ عَلَيْنَآ إِنَّكَ أَنتَ التَّوَّابُ الرَّحِيمُ রব্বানা অজ-আলনা মুসলিমাইনি লাকা অমিন যুররিয়য়াতিনা 'উম্মাতাম মুসলিমাতাল লাকা অআরিনা মানাসিকানা অতুব 'আলায়না 'ইন্নাকা' আনতাত-তাওওয়াবুরহীম। Robba

পুরাতন কাপড় দান করা বন্ধ হলো কেনো?

Image
গ্রামে আগে পুরোনো জামা- জুতা, বিভিন্ন পত্র আমরা গরীব মানুষদের দান করতাম। এতে করে ওই মানুষের কিছুটা হলেও উপকার হতো। তারপর এলো ফেসবুকের রিসাইকেল গ্রুপ। ব্যাস খেল খতম। ঘরের ঘটিবাটি থেকে শুরু করে পুরান চপ্পল-বিয়ের শাড়ী সব কেনাবেচা হচ্ছে। এসব দেখে মনে হয় আমরা বেচে আছি শুধু পয়সার জন্য, বাকী কোন কিছুর মূল্য নেই। বিয়ের শাড়িটা একটা আবেগ আর শ্রদ্ধার, এটা আর আমাদের মনে হয়না। আসলে বিয়ের প্রতিই আমাদের শ্রদ্ধা নাই। আমার আম্মার বাবার বাড়ি থেকে দেওয়া অনেক জিনিস পত্র এখনো আমরা খুলে দেখি, আম্মার চোখ তখন খুশিতে ছলছল করতে থাকে৷ যার যার জীবন তার তার, তবুও মনে রাখবেন এগুলো শয়তানী অর্থনীতির চিহ্ন মাত্র। কেয়ামত যত সন্নিকটে আসবে মানুষের কাছে অর্থই সব কিছু মূল হবে। এত অর্থের পরেও আমাদের বরকত হবেনা, অনেক কামাইয়ের পরেও অভাব লেগেই থাকবে। আসুন আমাদের দানের হাত উন্মুক্ত করি, তবেই বরকতের দুয়ার উন্মুক্ত হবে। নাহয় অভাব আমাদের পিছু ছাড়বেনা কখনোই ছাড়বে না। লেখকঃ-নুর ইসলাম সোহেল

Facebook id হ্যাক হওয়া থেকে যেভাবে বাঁচবেন

Image
Facebook ID নিরাপদ রাখার জন্য যা করতে হবে। ১।খারাপ সাইট পরিহার করা ২।অপরিচিত গ্রুপ পরিহার করা ৩।পাসওয়াড় ৮ ওয়াড়ের বেশী ইউজ করা ৪।Id secure রাখার জন্য পরিচিত লোক এড় রাখা,যাতে রিকোবারি করা যায়। ৫।খারাপ গ্রুপ পেজ ইবেন্ট না খোলা। ৬।রাজনৈতিক পোষ্ট না করা। ৭যে সব সাইটে ডুকতে Re login করা লাগে তা পরিহার করা। ৮।Profile এ এনিমেজন ইউজ না করা। ৯।যে Id হ্যাক হয়গেছে সেটা পরিহার করা ১০।খারাপ চবিতে লাইক কমেন্ট পরিহার করা।

দেশ সেরা মাহফিল সফল করল ডুবাই মসজিদ

Image
প্রতিবারের মত এবারো ৩বছর পর ডুবাই জামে মসজিদ দেশ সেরা মাহফিল আয়োজন করল।এতে প্রধান মুফাসির হিসাবে উপস্থিত ছিল মুফতি মাওঃ আমির হামজা।বিশেষ বক্তা হিসাবে উউপস্থিত ছিল শায়েক সিফাত।ইতি মধ্যে ডুবাই মসজিদের প্রতিটি লোকের পরিশ্রমের উপহার হিসাবে দেশেরে সবচেয়ে বড় মাহফিলের খেতাম পেছেয়েন। ডুবাই মসজিদের সম্মানিত সেক্রেটারি তাঁর ভাষণে বলেন,প্রথম মহান আল্লাহর শুকরিয়া আদায় করেন। এ পরিশ্রমের সব কৃত্তিত্ব এলাকার মানুষের ও শান্তিরহাট রংমালার জনগণের। সে সাথে সাথে যাঁরা মাহফিলে দান ও শর্ম দিয়েছেন তাদের প্রতি কৃতঙ্গতা প্রকাশ করেন। জনমত জরিপে দেখা গেছে ডুবাই মসজিদ বাংলাদেশের ২০২৪ সালের বড় মাহফিল হিসাবে ইতিমধ্যে চিহৃত হয়েছে,২লক্ষের অধিক লোক হয়েছে বলে দারনা করা হচ্ছে।যেখানে এরই মধ্যে মাঠের বৃষ্টির পানি উপেক্ষা করে মানুষ দলে দলে যোগদান করে,ডুবাই মসজিদের মাহফিলকে সফল এবং সার্থক করে তুলেছেন।মসজিদ কমিটির ও ডুবাই মসজিদ বাসী আল্লাহর শুকরিয়া আদায় করে Facebook এ পোষ্ট করছেন,সবাইকে ধন্যবাদ জানাচ্ছেন।