Posts

Showing posts from August, 2018

আল্লাহর রাসুলের(সঃ)এর বিদায় হজ্বের ভাষণ

নবীজির বিদায় হজ্জের ভাষন। নবীজি উনার ভাষনে বলে গিয়েছিলেন যাতে প্রত্যেকে এই মহান ভাষনটি সবার কাছে পৌছে দেয়। তাই আপনারাও প্লিজ শেয়ার করুন। নিঃশ্চই পৃথিবীর শ্রেষ্ঠ ভাষন >> বিদায় হজের ভাষন, সম্পুর্ন বাংলায়। যত পড়ি তত পড়তে ইচ্ছা করে। হে আল্লাহ আমাদের কে ইসলাম বুঝে মুসলমান হওয়ার তৌফিক দিন! আমিন  শুক্রবার ৯ জিলহজ্ব ১০ হিজরি সনে হজ্জের সময় আরাফা ময়দানে দুপুরের পর হযরত মুহাম্মদ (স) লক্ষাধিক সাহাবীর সমাবেশে এ ঐতিহাসিক ভাষন দেন হামদ ও সানার পর তিনি বলেন:-  • হে মানুষ!  তোমরা আমার কথা শোনো.এর পর এই স্থানে তোমাদের সাথে আর একত্রিত হতে পারবো কিনা জানিনা! ••হে মানুষ  আল্লাহ বলেন.হে মানবজাতি তোমাদেরকে আমি এক পুরুষ ও এক নারী থেকে সৃষ্টি করেছি,এবং তোমাদেরকে সমাজ ও গোত্রে ভাগ করে দিয়েছি. যেন তোমরা পরস্পরের পরিচয় জানতে পার,অতএব শুনে রাখো মানুষে মানুষে কোন ভেদাভেদ নেই ।আরবের ওপর কোনো অনারবের_অনারবের উপর কোনো আরবের শ্রেষ্ঠত্ব নেই । তেমনি সাদার উপর কালোর বা কালোর উপর সাদার কোনো শ্রেষ্ঠত্ব নেই । তোমাদের মধ্যে সেই ব্যক্তিই আল্লাহর কাছে সবচেয়ে বেশী সম্মান ও মর্যাদার অধিকারী,যে আল্লাহকে ভালবাসে।

২ দিন ব্যাপি মুফতি আমির হামজার বাংলাদের সবচেয়ে বড় মাহফিলের প্রস্তুতি

Image
বাংলাদেশে সবচেয়ে বড় মাহফিলের প্রস্তুতি। নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানার রামপুর ইউনিউন ও  মুছাপুর,চরহাজারী ইউনিউনের ৩ মহনায় অবস্থিত  বসুরহাট থেকে ১ কিলোমিটার পূর্ব দক্ষিনে  রংমালা বাজার থেকে দখিনে শান্তির হাট থেকে উত্তরে ডুবাই জামে মসজিদের উদ্দেগে প্রতি বছরের মত ২০১৯  সালের জানুয়ারি  ১০ও১১ জানুয়ারি ২০১৯   ২দিন ব্যাপি তাফসীরুল কোরআন মাহফিল ১ম দিন ১০ জানুয়ারী  ওয়াজ করবেন যারা  প্রধান মেহমান ঃ- মাওঃ মিজানুর রহমান আজহারী,কুমিল্লা বিশেষ মেহমানঃ- মাওঃ মোল্লাহ নাজিম উদ্দীন,কুমিল্লা ওয়াজ করবেনঃ- মাওঃ আব্দুল কাদের হেলালী,বসুরহাট সঙ্গিত পরিবেশন করবেনঃ - এম নেয়ামত উল্ল্যা নিজামী ২য় দিন ১১ জানুয়ারী ওয়াজ করবেন যারা প্রধান মেহমানঃ- মুফতি আমির হামজা,কুষটিয়া বিষেশ মেহমানঃ-মাওঃ আব্দুস সালাম,ঢাকা ওয়াজ করবেনঃ-মুফতি বিপ্লবি,নোয়াখালী। মসজিদের নির্মাণ কাজ চলতেছে সহযোগীতা করুন বিকাশ নাম্বার ঃ-০১৭২৬৮১২৯২৬

Facebook ID হ্যাক হওয়া থেকে যেভাবে বাঁচবেন।

Facebook ID নিরাপদ রাখার জন্য যা করতে হবে। ১।খারাপ সাইট পরিহার করা ২।অপরিচিত গ্রুপ পরিহার করা ৩।পাসওয়াড় ৮ ওয়াড়ের বেশী ইউজ করা ৪।Id secure রাখার জন্য পরিচিত লোক এড় রাখা,যাতে রিকোবারি  করা যায়। ৫।খারাপ গ্রুপ পেজ ইবেন্ট না খোলা। ৬।রাজনৈতিক পোষ্ট না করা। ৭যে সব সাইটে ডুকতে Re login করা লাগে তা পরিহার করা। ৮।Profile এ এনিমেজন ইউজ না করা। ৯।যে Id হ্যাক হয়গেছে সেটা পরিহার করা ১০।খারাপ চবিতে লাইক কমেন্ট পরিহার করা।

মাগো প্রভাস নামের কারাগারে

Image
আমি প্রভাস নামের কারাগারে প্রবেশ করলাম ১ বছর  পূর্ণ হলো। সব সময় ভাবতাম প্রভাস মানে টাকার ঝুলি।কিন্তু না বাস্তবতা আজ আমাকে  শিখিয়ছে প্রভাস মানে ৫০ ডির্ঘি তাপমাত্রায় নিজেকে বিলিয়ে দেয়া। প্রভাস মানে এক রাস কষ্ট যা সইতে সইতে এক সময় স্টোক করে মরতে হয়। প্রভাস মানে আরব জাতির কৃতদাস বনে যাওয়া। প্রত্যেকদিন মা বাবি নিজের পরিবারের কথা মায় রাখা,কার কি কি প্রয়োজন। যে ছেলেটি প্রতিদিন দেশে চেন্ট মেরে বাইক নিয়ে দিক বিদিক গুরত,সে আজ প্রভাস নামের কারাগারে ময়লা পরিস্কার করে,কেউ আবার টানা ১৬ ঘন্টা হোটেলের কিলিনারের কাজ করে। প্রভাস আমাকে শিখিয়ছে  যে দেশে রাসুল (সঃ) এর আগামন সে দেশে এখনো আবু জাহেলের বাচ্ছারা আছে। তবুও নিজেকে বিলিয়ে দেয়ার নাম বিদেশ। বড় আক্ষেপ থেকে যাবে এ প্রভাসকে নিয়ে,যেখানে আল্লাহর রাসুল(সঃ) কৃতদাসদের মুক্তি দিতেন সেখানে এরা আজনবিকে নিজের কৃতদাস মনে করে। এ জাতি আমরা যারা আজনবী তাদের রাস্তার বিড়ালও মনে করে না। অবশ্যই সৌদিআরব আসলে নিজের  জন্য সব চাইতে বড় কাজটি করা হয়ে যায়, যেমন ওমরা হজ্ব করা রাসুলের রাওযা যেয়ারত করা,যা কপালে থাকতে হয়।                   আজ এটুকুই পরের পর্ব

ভাষা আন্দোলন থেকে স্বাধীনতা

Image
৫২'ভাষা আন্দোলন থেকে ১৮' ছাত্র আন্দোলন যারা সালাম বরকত জব্বারের সন্তান,যাদের জনক শেখ মুজিবুর রহমান তাদের রক্তে আন্দোলন মিশে থাকারই কথা।এ দেশেত মীরজাফর গসেটি বেগমের জর্ম্ম তাদেরওত সন্তান এ দেশে আছে,যেমনটা রাজনৈতিক হাসিল করার জন্য উৎপেতে বসে থাকা দন্তহীন রাজনৈতিক দল গুলো। ৫২'ভাষা আন্দোলনে যেমনটি করে ছাত্ররা রক্ত দিয়েছে,ঠিক তেমনি করে ১৮তেও রক্ত দিয়ে আবার প্রমান করে দিলো তারা সালাম বরকত জব্বার রফিক বঙ্গবন্ধু নবাব সিরাজউদ্দৌলার সন্তান। এ দেশে ৩ রাজনৈতিক শক্তির উত্থান লক্ষ্য করা গেছে। পাটাকেস্ট চবি দেখে মনে করলাম যদি আমাদের দেশে এমনটা হত।ঠিক ছাত্ররা দেখিয়ে দিলো একদিনের রাস্ট কিভাবে পরিচালনা করতে হয়। সময় এসেছে সার্থহীন রাজনৈতিক দলের তৈরী হওয়ার। ৩য় মাত্র নায় ৩য় শক্তির উত্থান চাই। যেখানে সবাই হবে ২৪ থেকে ৩০ বছর বয়সের।   সব শেষ কথা একটাই দন্তহীন রাজনৈতিক দল যেনো  ছাত্র আন্দোলন নিয়ে রাজনিতি না করে

আমার নতুন বল্গ

Image
আমার প্রবল লিখতে ইচ্ছে করে।তাই এ বল্প সাইট খুললাম।আশা করি আপনাদের ভালো কিছু উপহার দিতে পারবো।সবাই দোয়া করবেন।আর আমার সাথে থাকবেন।যাতে সত্যি লিখতে পারি